Breaking News

টিউমার চিকিৎসা ও প্রেসক্রিপশান

টিউমার চিকিৎসা ও প্রেসক্রিপশান

টিউমার ইংরেজী শব্দ। বাংলা নাম অর্ব্বুদ বা আব। টিউমার বলতে চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষ নিদান তাত্ত্বিক অবস্থাকে বুঝায়। শরীরের যে কোন স্থানে কোষসমূহ যদি ধীরে ধীরে বা দ্রুততার সাথে অস্বাভাবিক ও অসামঞ্জস্যভাবে ফুলে উঠে বা এক কথায় টিউমার হল মূল দেহ কোষের রুপান্তর বা নতুন কোষের সংযোজন।

টিউমার হওয়ার কারণ সমূহ:
১) যে সব মহিলা ঘন ঘন সন্তান প্রসব করে বা অল্প বয়সে বিয়ে হয়, সেই হেতু জরায়ুতে আঘাতহেতু জরায়ু, জরায়ুর মুখ, ডিম্বকোষ, স্তন গ্রন্থিতে টিউমার দেখা দিতে পারে। ২) পুরুষদের অন্ডকোষে কোন আঘাত লাগলে অন্ডকোষ ফুলে শক্ত হয়ে টিউমার দেখা যায় ৩) কোন কোন পরিবারের বংশগতভাবে টিউমার দেখা দিতে পারে। ৪) আঘাত, ঘর্ষণ, পেষণ বা উদ্দীপনার ফলে স্থান বিশেষ টিউমার দেখা দেয়। ৫) পুরানো পোড়া ঘাঁয়ে অনেক টিউমার বা ক্যান্সার দেখা দিতে পারে। ৬) খাদ্যের পরিপুষ্টির অভাবে লিভারে টিউমার হতে পারে। ৭) গায়ক, বংশীবাক, এদের গলায় টিউমার হতে পারে। ৮) ইসট্রেন হরমোনের অভাবে স্তনে টিউমার দেখা দিতে পারে। ৯) জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করার ফলে সাধারনত নারীদের হরমোন বিকাশ বাধাপ্রাপ্ত হয়, ফলে জরায়ুতে বা স্তনে, যৌন দ্বারে টিউমার দেখা দেয়।

শরীরের বিভিন্ন স্থানের টিউমার বিভিন্ন নাম পরিচিত:
১. প্যাপিলোমা (Papilloma)= নাক, জরায়ু প্রভিতি সৈলস্মিক ঝিল্লির টিউমার এর নাম
২. মাইওমা (Myoma)= জরায়ু, পাকস্থলী প্রভিতি স্থানের মাংসপেশির টিউমার এর নাম
৩. এপিথেলিওমা (Epithelioma)= চর্মের টিউমার এর নাম
৪. লিপোমা (lipoma)= পিঠ, কাঁধ, প্রভৃতি স্থানে ফ্যাটিটিস্যু টিউমার এর নাম
৫. কন্ড্রোমা (Condorma)= বোনের কার্টিলেজের টিউমার এর নাম
৬. অস্টিওমা (Osteoma)= মাথার খুলি, মুখমন্ডল, নাসিকা প্রভৃতি স্থানে হাঁড়ের অস্থি টিউমার এর নাম
৭. গ্লাইওমা (Glioma)= মস্তিস্ক কোষের টিউমার এর নাম
৮. হেমান জিওমা (heman gioma) = মস্তিস্ক, লিভার, এইসব স্থানে রক্ত নালিকার টিউমার এর নাম
৯. লিম্ফ্যানজিওমা (লিম্ফোমা)= ঘাড়, জিব্বা, বগল এইসব স্থানের লসিকা নালীর টিউমার এর নাম
১০. সার্কোমা (Sarcoma)= সাধারণতঃ হাঁড়ের কশেরুকা, চর্বি বা মাংসপেশির ক্যান্সার কে, (সংযোগ কলা উৎসের ক্যান্সার). সাধারণত কম বয়সে সার্কোমা টিউমার দেখা যায়।
১১. কার্সিনোমা (Carcinoma)= এটা খুব সাধারণ ধরণের ক্যান্সার। ফুসফুস, মলদ্বার, স্তন, ডিম্বাশয়ের ক্যান্সার এর অন্তর্ভুক্ত। (আবরণী কলা উৎসের ক্যান্সার). সাধারণত ৪০ বছর বয়সের পর কার্সিনোমা টিউমার দেখা যায়।
১২. লিউকিমিয়া (Leukemia): রক্ত কোষের ক্যান্সার কেই লিউকিমিয়া বলে। এই রক্তকোষগুলো হাঁড়ের মজ্জা থেকে জন্ম নেয়।

টিউমার দুই প্রকার
ম্যালিগ্যান্টে টিউমার বা দূষিত টিউমার, ইনোসেন্ট টিউমার বা দোষমুক্ত টিউমার।

ম্যালিগ্যান্টে টিউমারের লক্ষণ:
১) ইহা খুব শীঘ্র বর্ধিত হয়। ২) টিউমার নিরেট ও অত্যন্ত কঠিন থাকে। ৩) টিউমারের উপর একটি শক্ত আবরণ থাকে। ৪) আক্রান্ত স্থানের নিকর্টবর্তী গ্রন্থিসমূহ আক্রান্ত হয়। ৫) শক্ত টিউমারের চাপে নার্ভের উপর পড়ায় ব্যথা অনুভব হয়। ৬) অপারেশন করিলে পুনরায় হয়।

ইনোসেন্ট টিউমার লক্ষণ:
১) ইহা খুব ধীরে ধীরে বাড়ে। ২) টিউমার নরম থাকে ও শক্ত বা নিরেট হয় না। ৩) টিউমারের উপর আবরণ থাকে না। ৪) টিউমারের নিকটবর্তী গ্রন্থিসমূহ আক্রান্ত হয় না। ৫) টিউমারের চামড়া থেকে আলাদা থাকে, চিমটি কাটলে বুঝা যায়। চাপ দিলে কোন প্রকার ব্যথা অনুভব হয় না।

শরীরের বিভিন্ন টিউমারের নিঘন্ট চিকিৎসাঃ

চোখের পাতায় টিউমার: Cal. Floor, Thoja. Staphysagria
নাকে টিউমার: Thoja,
স্বরযন্ত্রের টিউমার: Thoja,
কানে টিউমার: Calcarea Carb, Thoja.
মাথায় টিউমার: Cal. Carb, Cal. Floor, Thoja, Baryta Carb.
গলায় টিউমার: Baryta Carb, Thoja.
পেটে টিউমার: Calcarea Iod, Thoja.
কাঁধে বা পিঠে টিউমার: Conium, Baryta Carb.
কপালে টিউমার: Conium, Calcarea Floor.
আঘাতের টিউমার: Conium, Ruta.
দাঁতের মাড়িতে টিউমার: Hecla Lava.
হাতের কজির টিউমার: Ruta, Calcarea Phos.
হাটুতে টিউমার: Calcarea Floor, Calcarea Phos.
আঙ্গুলে টিউমার: Calcarea Floor, Thoja.
মুখের উপর টিউমার: Calcarea Floor, Thoja.
মুখের ভিতর টিউমার: Arum Mur, Baryta Carb, Thoja.
অস্থির/হাড়ের টিউমার: Cal. Phos, Cal. Floor, Silicea.
ব্রেন টিউমার: Sulpher, Acid Hydro, Tuber Bovi, Natrum Mur.
জিহ্বার টিউমার: Thoja, Arum Mur, Baryta Carb.
স্তনে টিউমার: Phytolacca, Conium, Carbo Ani, Cal. Flor.
ডিম্বকোষে/ওভারিতে টিউমার: Thoja, Calcarea Floor.
জরায়ুর টিউমার: Arum Mur Nat., Calcarea Iod, Conium, Thoja.
গর্ভভ্রমে টিউমার: Natrum Carb, Thoja
নবজাত শিশুর মাথায় টিউমার: Baryta Carb.
মুত্রপথে টিউমার: Thoja, Eucaliptus.
বুকে টিউমার: Thyroidinum.
উরুর মধ্যে বেদনাযুক্ত টিউমার: Conium.
রক্তময় টিউমার: Calcarea Floor.
বগলের টিউমার: Carbo Ani, Thoja
ফুসফুসে টিউমার: Thoja, Phosphorus.
ঠোটের টিউমার: Thoja, Silicea, Calcarea Phos.
রক্তবহা নাড়ির টিউমার: Calcarea Floor.
শক্ত টিউমার: Conium, Ruta, Cal. Floor, Cal. Phos. Carbo Ani.
নরম টিউমার: Calcarea Carb, Thoja, Baryta Carb

রোগীর লক্ষণ অনুযায়ী উল্লিখিত ঔষধ ব্যবহারের ভাল ফল পাওয়া যাবে।

চিকিৎসা: এ সমস্যার জন্য অপারেশন ছাড়া হোমিওপ্যাথি একমাত্র চিকিৎসায় দ্রুত কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তার বা একজন রেজিষ্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিয়ে মেডিসিন খাবেন, নিজে নিজের ডাক্তারি করবেন না, কারণ রোগ উপকার পাওয়া যাবে না।

About The Author

DR. MOHAMMAD SHARIFUL ISLAM

নামঃ- ডা. মোহাম্মদ শরীফুল ইসলাম হোমিও হল সংক্ষিপ্ত নামঃ এস এই হোমিও হল

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *