Breaking News

বয়োব্রণ/ ব্রণ

সংজ্ঞাঃ যৌবন উদগমকালে যুবক যুবতীদের মুখমন্ডলে এক প্রকার উদ্ভেদ বের হয়, একে ব্রণ বলে।

কারণঃ
১) জন্মগত কারণে।
২) বয়ঃবৃদ্ধিকালে হরমোনের প্রভাব।
৩) অধিক মশলাযুক্ত বা গরমমশলা যুক্ত খাবার গ্রহণ।
৪) কোষ্ঠকাঠিন্য, হস্তমৈথুন বা অতিরিক্ত ইন্দ্রিয় সেবা গ্রহণ।
৫) অস্বাস্থ্যকর পরিবেশে থাকা।
৬) উত্তেজক বস্তুর ব্যবহার, অতিরিক্ত কমমেটিক ব্যবহার।
৭) লিভারের ক্রিয়াগত গোলযোগের কারণে।

লক্ষণঃ
১) ছোট ছোট ফুসকুড়ির ন্যায় উদ্ভেদ।
২) গালে খুব বেশী হয়।
৩) ফুসকুড়িগুলো স্ফীত হয়ে উঠে, লাল হয় এবং ব্যথা থাকে।
৪) উদ্ভেদগুলো টিপে দিলে অনেক সময় ভাতের ন্যায় পদার্থ বের হয়।
৫) উদ্ভেদগুলো ধীরে ধীরে মুখমন্ডলের চারিদিকে ছড়িয়ে পড়ে।
৬) ব্রণ বড় হলে ফোড়া বলে, ছোট হলে ব্রণ বলে, অনেক সময় ব্রণ পেকে পুঁজ হয় এবং ব্যথা করে।

হোমিওপ্যাথিক চিকিৎসাঃ

থুজাঃ চর্ম, মূত্রযন্ত্র ও জনন ইন্দ্রিয়ের উপর বিশেষ ক্রিয়া। ভিজা আবহাওয়া ও জল সহ্য করিতে পারে না। চন্দ্রলোকে রোগের সূচনা। বৃন্তযুক্ত অবুর্দ, গুটি, দুষ্ট ব্রণ।

ব্যাসিলিনামঃ যক্ষা ও গন্ডমালা ধাতুগ্রস্ত রোগীদের পক্ষে উপযোগী। দাঁদ, মরামাস, চোখের পাতায় একজিমা। ঘাড়ের গ্রন্থিগুলি বর্ধিত। গ্রন্থি, চর্ম, অস্থি ক্ষয়ের প্রথম অবস্থায় ভাল কাজ করে।

বেলিস পেরেনিসঃ জলীয় বাতাস বা ঠান্ডা গরমের হঠাৎ চর্মরোগ। স্ফোটক, কালশিরা, স্ফীতিসহ স্পর্শকাতরতা। আঘাতের পরে শিরায় রক্ত জমা, শিরাস্ফীতি, বেদনা।

আর্ণিকাঃ আঘাত জনিত কারণে চর্মরোগ দেখা দিলে। চর্মের উপর কালো এবং নীলবর্ণের দাগ। চুলকানি, জ্বালা। ক্ষুদ্র ক্ষুদ্র ফোড়া দলে দলে উঠে। শ্রেণীবদ্ধ ভাবে অপচমান ব্রণ।

এচিনেসিয়াঃ মুখমন্ডলে অনবরত কষ্টদায়ক ব্রণ উঠতে থাকে, তাতে খুব ব্যথা যন্ত্রণা, অন্য সব ঔষধে বিশেষ উপকার না হলে, উহা উপযোগী। ইহাকে রক্ত পরিস্কারক ঔষধও বলা হয়।

কেলি ব্রোমঃ যুবক যুবতীদের মুখমন্ডলে নীলাভ লাল বর্ণের ব্রণ উঠে, বিশেষতঃ মহিলাদের ঋতুস্রাব চলাকালে মুখে প্রচুর ব্রণ বা উদ্ভেদ উঠলে ইহা কার্যকরী।

সালফার আয়োডঃ ছেলে মেয়েদের মুখ মন্ডলের ব্রণে পুঁজ জন্মে। টাটানিযুক্ত বেদনা হলে ইহা অব্যর্থ। ইহা দুরারোগ্য চর্মরোগ ও ক্ষৌরকুন্ডের একটি উৎকৃষ্ট ঔষধ।

About The Author

DR. MOHAMMAD SHARIFUL ISLAM

নামঃ- ডা. মোহাম্মদ শরীফুল ইসলাম হোমিও হল সংক্ষিপ্ত নামঃ এস এই হোমিও হল

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *