গর্ভাবস্থায় ইহা স্বাভাবিক পীড়া। অতিশয় যন্ত্রণাদায়ক না হইলে চিকিৎসা করা উচিত নহে। পীড়া কষ্টদায়ক হইলে চিকিৎসা করা কর্তব্য।
চিকিৎসা
প্রধান ঔষধঃ নাক্স ভমিকা, ব্রায়োনিয়া, সালফার, কলিন্সোনিয়া ইত্যাদি
নাক্স ভমিকাঃ কোষ্ঠবদ্ধ ধাতু, বার বার মলত্যাগের বেগ, অথচ কোষ্ট খোলসা হয় না, অপাক, পেটে ব্যথা, অর্শ ইত্যাদি।
ব্রায়োনিয়াঃ যকৃতের দোষ সমস্যাজনিত কোষ্ঠবদ্ধ, গ্রীষ্মকালের পীড়া, খিটখিটে স্বভাব।
সালফারঃ পুরাতন কোষ্ঠবদ্ধে ইহা বিশেষ উপকারী।
কলিন্সোনিয়াঃ কোষ্ঠবদ্ধ এবং অর্শ ও তৎসহ জরায়ুর পীড়া ইত্যাদি।
প্লাম্বামঃ ছাগলের মলের ন্যায় গুটলে গুটলে মল, পেট ব্যথা।
সিপিয়াঃ আমের সহিত কঠিন গোল গোল মল, ব্যথা।
ঔষধ প্রয়োগঃ নির্বাচিত ঔষধ দুই এক মাত্রা দিবে।
আনুষঙ্গিক নিয়মঃ উপযুক্ত পরিশ্রম করিবে, অলসভাবে থাকা উচিত নয়, শীতল জলে গোসল করা ভাল। সহজে বাহ্য না হলে গরম জল বা গ্লিসারিণের পিচকারী দেওয়া ভাল।
পথ্যঃ প্রত্যহ সকালে ও শয়ন করিবার সময় শীতল জল পান করা ভাল। গরম দুধ পান, সুমিষ্ট ও পরিপক্ক ফল এবং সকল প্রকার তরকারী ভাল। মাংস ও ঝাল আহার করা নিষেধ।