অনেক স্ত্রীলোক লোক রয়েছে কাশিতে কাশিতে অনেক কষ্ট পায় এবং শীঘ্র আরাম না হলে কাশিতে কাশিতে গর্ভস্রাব পর্যন্ত হয়ে যেতে পারে।
চিকিৎসা
প্রধান ঔষধঃ একোনাইট, বেলেডোনা, ফসফরাস ইত্যাদি
একোনাইটঃ কাশি সহ জ্বর জ্বরভাব, গলা ব্যথা, মাথাধরা, সুড়সুড় করা।
বেলেডোনাঃ গলা ব্যথা, মাথাধরা, শুষ্ক ও কষ্টকর কাশি, রাত্রে ও সন্ধ্যায় কাশির বৃদ্ধি।
ফসফরাসঃ শুষ্ক কাশি, বুকে ব্যথা ও ভার বোধ, কাশির সহিত থুথুর ন্যায় শ্লেষ্মা উঠা।
রিউমেক্সঃ গলা সুড় সুড় করে কাশি ইহার ভাল ঔষধ।
হায়োসায়েমাসঃ অনবরত শুষ্ক কাশি, শয়ন করিলে কাশির বৃদ্ধি এবং উঠিয়া বসিলে উপশম বোধ হয়।
ঔষধ প্রয়োগঃ নির্বাচিত ঔষধ প্রত্যহ দুই এক মাত্রা দিবে।
Thanks to the terrific guide
I like the report