গর্ভাবস্থায় বিশেষতঃ গর্ভের প্রথমাবস্থায় প্রায় সকল স্ত্রীলোকেরই খাবারের প্রতি অরুচি দেখা দেয়। তাহারা সুখাদ্যের পরিবর্তে খড়িমাটি, পাতখোলা, টক, ঝাল প্রভৃতি নানা প্রকারের কুখাদ্য খাইয়া থাকে।
চিকিৎসা
প্রধান ঔষধঃ ক্যাল্কেরিয়া কার্ব, কার্বো ভেজ, নাক্স ভমিকা ইত্যাদি
ক্যাল্কেরিয়া কার্বঃ খড়িমাটি খাইবার অতিশয় ইচ্ছা থাকিলে ক্যাল্কেরিয়া কার্ব উপযোগী।
কার্বো ভেজঃ পোড়ামাটি ও পাতখোলা প্রভৃতি টক গন্ধ বিশিষ্ট দ্রব্য খাইতে ইচ্ছা, পেটে বায়ু সঞ্চয়।
নাক্স ভমিকাঃ কোষ্ঠবদ্ধতা, ঝাল দ্রব্য খাইতে ইচ্ছা।
ঔষধ প্রয়োগঃ প্রত্যেহ দুই এক মাত্রা দিবে।
আনুষঙ্গিক নিয়মঃ খড়িমাটি, পাতখোলা প্রভৃতি খাইতে দিবে না, আহারাদি নিয়ম করিয়া দিবে।
Thanks, it is quite informative